‘এলো রে এলো রে এলো হোলি এলো রে, রঙে রঙে মনে প্রাণে রাঙা হল রে’
দোল এসেছে, এসেছে রাঙিয়ে দেওয়ার সময়। আকাশের নীলে নানা রঙ মিশে যাওয়ার দিনে লালে লাল অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। তিনি এই মুহূর্তে বাঙালির ঘরের মেয়ে ‘জগদ্বাত্রী’। জ্যাস সান্যালের বিভিন্ন অ্যাকশন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শকেরা। কিন্তু এই জগদ্বাত্রী সম্পূর্ণ অবতারে কাড়লেন নজর।
রঙের মরশুমে টকটকে লাল শাড়িতে খোলা চুল, চোখে ঘাঁটা কাজল, মাংটিকা, ছোট্ট টিপ, পায়ে আলতা। চোখ যেন সরছে না অভিনেত্রীর দিক থেকে।
Kangana Ranaut: ভোট মিটলেই বিয়ের পিঁড়িতে কঙ্গনা! পাত্র কে, জানেন?
আসলে বেশিরভাগ সময় পর্দায় জগদ্বাত্রীর পরনে থাকে ইউনিফর্ম। কিন্তু পর্দার বাইরে অঙ্কিতা ভারী রঙচঙে একজন মানুষ। অঙ্কিতার এই ফটোশ্যুট দেখে চোখ জুড়িয়েছে নেটিজেনদের।