বিগ বসের নয়া সিজনে তাঁরা প্রতিযোগী। তাই চলল জবর শপিং। বলছি অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈনের কথা। বিগ বসে যাবেন বলে ২০০ সেট পোশাক কিনলেন দম্পতি।
পোশাক যেন রিপিট না হয়। রোজ নতুন পোশাক পরতে হবে। তাই ২০০ খানা জামা কাপড় কিনে ফেলেছেন অঙ্কিতা-ভিকি। ডিভা ইমেজ ধরে রাখতে এক ইঞ্চি জমিও নাকি ছাড়বেন না অঙ্কিতা।
Muttiah Muralitharan Biopic: নিজের বায়োপিকের প্রচারে কলকাতায় আসছেন মুরলিধরণ
মুম্বইয়ের এই দোকান, সে দোকান থেকে ঘুরে গুচ্ছের পোশাক কিনেছেন।
এবারের বিগ বসে চমক হল, সিঙ্গল রা থাকবেন, আবার কাপলরাও। এর আগে ভিকি-অঙ্কিতা (Ankita Lokhande-Vicky Jain) স্মার্ট জোড়িতে অংশ নিয়েছিলেন।