নাসিরুদ্দীন শাহ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো প্রবাদপ্রতিম অভিনেতাদের সঙ্গে একাসনে 'একেন বাবু' থুড়ি অনির্বাণ চক্রবর্তী। অভিনেতার নিজের কাছেও তা অপ্রত্যাশিতই। ফিল্ম ফেয়ার এ 'ক্রিটিকস অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর' বিভাগে মনোনীত হয়েছেন অনির্বাণ, একেন বাবু চরিত্রটির জন্যেই।
বেশভুষা জটায়ুর মত। অথচ নেশা এবং পেশায় মিল রয়েছে ফেলুদার সঙ্গে। এ হেন একেন বাবু এখন বঙ্গ জীবনের অঙ্গ।হাবে ভাবে স্মার্ট নন একেন বাবু। স্বভাবে বড়ই বিনয়ী। প্রবাদ প্রবচন গুলিয়ে এটা ওর ঘাড়ে ফেলছেন হরদম, লাজুক স্বভাব। অথচ মগজ চলে উশেইন বোল্টের গতিতে।
Satish Kaushik Died: বলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক
ওয়েবসিরিজে একেন বাবুর বিপুল জনপ্রিয়তার পর ইতিমধ্যে বড় পর্দাতেও দেখা গিয়েছে তাঁকে। আগামী পয়লা বৈশাখ আসছে একেনের দ্বিতীয় ছবি।