‘বল্লভপুরের রূপকথা’র দুর্দান্ত সাফল্যের পর ফের রূপকথার গল্প বলতে আসছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), তবে এবার আর পরিচালনা নয় , এবার তাঁর ভূমিকা কেবল অভিনেতা হিসেবেই। SVF-এর ব্যানারে সৌকর্ণ ঘোষালের পরিচালনায় আসছে নতুন ছবি ‘পক্ষিরাজের ডিম’। ‘বল্লভপুরের রূপকথা’য় অনির্বাণের পরিচালনায় ‘মনোহর’ চরিত্রে অভিনয় করেছিলেন শ্যামল চক্রবর্তী।
Navina Cinema : এবার পুজোয় হোলনাইট সিনেমা, দারুণ উদ্যোগ নবীনা সিনেমাহল কর্তৃপক্ষের
ঘোঁতন আর পপিনসের চরিত্রকে পর্দায় ফিরিয়ে আনবে এই ছবি। ‘পক্ষিরাজের ডিম’ ছবিটি আদ্যোপান্ত রূপকথায় মোড়া। ‘রেনবো জেলি’ ছবিতে ঘোঁতন আর পপিনসের চরিত্রের দেখা মিলেছিল , এবার সেই দুই চরিত্রই ফিরছে এই ছবির হাত ধরে।