ওয়েব সিরিজ মন্দার দিয়ে ওটিটি তে পরিচালনায় হাতেখড়ি, প্রথম ছবিতেই সাড়া ফেলেছেন অনির্বাণ ভট্টাচার্য। তাই বড় পর্দায় প্রথম মুক্তি নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রত্যাশা। ২১ অক্টোবর হলে মুক্তি পাচ্ছে বল্লভপুরের রূপকথা।
বাদল সরকারের একটি নাটক থেকেই লেখা হয়েছে ছবির স্ক্রিপ্ট। প্রযোজনায় এসভিএফ(SVF)। বল্লভপুরের রূপকথা মূলত হরর কমেডি। তবে হাসির ছলে ভয়ের অন্দরে কোথাও যেন প্রহসন লুকিয়ে রয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছে সত্যম ভট্টাচার্য ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ছবিতে বাড়তি পাওনা হিসেবে সুরঙ্গনার গানও রয়েছে।
Cyclone Sitrang update: দীপাবলিতে ঘূর্ণিঝড় সিত্রাং-এর আশঙ্কা, সরকারি কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন
মঞ্চে, গানে, ক্যামেরার এপাড়ে, কখনই হতাশ করেননি অনির্বাণ, এবার বড় পর্দায় ক্যামেরার ওপাড়টা কেমন সামলান, তা দেখার জন্য মুখিয়ে দর্শক।