দুই বছর আগে পর্যন্ত চুটিয়ে প্রেম করেছেন দু'জনে । লিভ-ইনে থাকতেন, স্বপ্নের ঠিকানাও তৈরি করেছিলেন একসঙ্গে । কিন্তু, হঠাৎ সব ভেঙে যায় তাসের ঘরের মতো । সৌরভ-অনিন্দিতার সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি । আজ, ১৫ ডিসেম্বর বছর দুই পর দর্শনার সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন সৌরভ । কিন্তু অনিন্দিতা ? প্রাক্তনের বিয়ের খবরে কি ভেঙে পড়েছেন অভিনেত্রী ? নেটিজেনদের নজর এখন তাঁর দিকেই । এই আবহেই সৌরভের বিয়ের একদিন আগে সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট করলেন অনিন্দিতা । সেখানে কী লিখলেন অভিনেত্রী ?
সৌরভের সঙ্গে দর্শনার সম্পর্ক, তাঁদের বিয়ের বিষয়ে বরাবরই নীরবতা পালন করেছেন অনিন্দিতা । নিজেকে নিয়ে, নিজের কাজ নিয়েই মগ্ন অভিনেত্রী । অতীতকে তিনি পিছনে ফেলে এসেছেন, আর সেদিকে ঘুরে তাকাতে চান না । তাঁর সাম্প্রতিক পোস্টও সেই ইঙ্গিত পাওয়া গেল । নিজের বেশ কয়েকটি ‘নো ফিল্টার’ ছবি পোস্ট করেছেন অনিন্দিতা । ক্যাপশনে জুড়ে দিয়েছেন, সূর্যের ইমোজি । তাঁর ছবি, তাঁর হাসিতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও ।