Aparajito: নন্দন ও রাধায় জায়গা পেল না অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত', অন্ধকারে পরিচালক নিজেও

Updated : May 12, 2022 22:38
|
Editorji News Desk

নন্দনে জায়গা পেল না অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত ছবি 'অপরাজিত' (Aparajito)। সত্যজিৎ রায়ের জীবন ও 'পথের পাঁচালী' সৃষ্টির নেপথ্য কাহিনির ওপর ভিত্তি করে তৈরি এই ছবিটির জায়গা হল না এমন এক প্রেক্ষাগৃহে, যার নামকরণ করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায় (Satyajit Ray)! এমনকি, নামাঙ্কনটাও তাঁরই করা! 

এর আগে, ‘ভবিষ্যতের ভূত’ ছবির ক্ষেত্রেও এমনই সমস্যায় পড়তে হয়েছিল পরিচালক অনীক দত্তকে। জানা গিয়েছে, নন্দন (Nandan) এবং রাধা প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে না সত্যজিতের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনি নিয়ে তৈরি এই ছবি।

আরও পড়ুন: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমসিঙ্ঘে, শপথ নিলেন বৃহস্পতিবার

এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে পরিচালক অনীক দত্ত (Anik Dutta) জানিয়েছেন, ছবিটা দেখার জন্য বহু দর্শকের অধীর প্রতীক্ষা ছিল। সকলের পক্ষে তো আর মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখা সম্ভব নয়। সিটি কলেজে ছবির প্রচারে গিয়েছিলাম। পড়ুয়ারা সেখানেও আমার কাছে অতি উৎসাহের সঙ্গে জানতে চেয়েছিলেন, ছবিটি নন্দনে আসছে কি না। এ দিকে, আমি বেশ কয়েক দিন ধরেই শুনছিলাম, ছবিটি নন্দনে দেখানো না-ও হতে পারে। তাই ওঁদের প্রশ্নের সঠিক জবাব দিতে পারিনি। নন্দনে ছবিটি দেখানো হলে অবশ্যই ভাল হত। কারণ, শুধু তো শহর নয়, শহরতলির দর্শকেরাও ছবি দেখতে আসেন নন্দনে।

এই মুহূর্তে নন্দনে চলছে ‘কিশমিশ’, ‘রাবণ’। টালিগঞ্জে বাঙুর হাসপাতালের পাশেই অবস্থিত রাধা প্রেক্ষাগৃহে এই দু’টি ছবি ছাড়াও দেখানো হচ্ছে ‘কলকাতার হ্যারি’। যার মধ্যে ‘কিশমিশ’ সাংসদ দেব অধিকারীর প্রযোজনা। কলকাতার হ্যারির প্রযোজক বিধায়ক সোহম চক্রবর্তী। প্রশ্ন উঠেছে, ‘অপরাজিত’র গায়ে শাসক দলের কোনও ছোঁয়া নেই। তাই কি সরকারি প্রেক্ষাগৃহে ব্রাত্য? নাকি, এর পিছনে রয়েছে ছবির পরিচালকের রাজ্যের বর্তমান শাসক দলের বিরোধী অবস্থান? সংশয়ে ওয়াকিবহালমহল।

AparajitoSatyajit RayNandananik dutta

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ