প্রেম-পরিনয়-ভালবাসা নিয়ে অনন্যা পাণ্ডের (Ananya Pandey) ভাবনা নাকি সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে অনেকটা। আগে কেমন ছিল, তা নিয়েও মুখ খুলেছেন চাঙ্কি পাণ্ডে-র কন্যা। শৈশবে অনন্যা ভাবতেন, তার জীবনে স্বপ্নের এক রাজকুমার আসবেন, ঠিক রূপকথায় যেমন টা হয়। সেই রাজকুমার ভীষণ ভালবাসবেন অনন্যাকে। আর এই সব ভাবনার পেছনে, দোষ কার? শাহরুখ খানের (Shah Rukh Khan), আবার কার!
সম্প্রতি বলিউড লাইফকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনন্যা বলেছেন, এসআরকে এর একগুচ্ছ রোম্যান্টিক ছবি ভালবাসা নিয়ে তাঁর ধারনাটা একেবারে পালটে দিয়েছিল। বড় হয়ে অভিনেত্রী বুঝলেন, ভালোবাসায় আদর্শ একটা মানুষের চেয়ে বেশি দরকার ভালো যোগাযোগ এবং বন্ধুত্ব।
ফারহান আখতারের বিয়েতে 'সেনোরিটা' গানের তালে ফারহানের সঙ্গে পা মেলালেন হৃতিক রোশন
আধুনিক সময়ের সম্পর্ক নিয়ে কী ভাবেন অনন্যা? জানালেন, খুশি থাকাটাই আসল। ভালো না থাকলে সম্পর্কে থাকার মানেই নেই।
কী ভাবেন অনন্যা পাণ্ডে। সম্প্রতি খুলে বলেছেন