ফেসবুক ব্যবহার করেন, অথচ তাঁদের চেনেন না এমন মানুষ বোধহয় হাতে গুনে পাওয়া যাবে। তাঁদের গোটা পরিবার-বন্ধুবান্ধব কার্যত মাতিয়ে রাখে সোশ্যাল মিডিয়া। তাঁদের হাল হকিকত একেবারে ঠোঁটস্থ দর্শকদের। কাদের কথা বলছি ? তাঁরা হলেন অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডু। সদ্যই আংটি বদল সারলেন এই জুটি। আর সেই বিশেষ দিনের ভিডিয়ো এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
২১ বছরের মেয়ের হাত ধরলেন প্রাউড ৩০-এর সুকান্ত। নানা আলোচনা, চর্চা, সমালোচনা পেরিয়ে তাঁরা এক হলেন সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। গত ৬ মাস ধরেই তাঁদের এনগেজমেন্টের নানা প্রস্তুতির মুহূর্তের সাক্ষী ছিলেন তাঁদের অনুরাগীরা।
গত ২৫ মার্চ আশীর্বাদ পর্ব মিটেছে সুকান্ত-অনন্যার। রূপকথার মতো করে নিজেদের ডি ডে সাজিয়েছিলেন এই জুটি। তাঁদের বিশেষ দিনে উপস্থিত ছিলেন টলিপাড়ার একগুচ্ছ তারা। এতো সবে গৌড়চন্দ্রিকা। বিয়ের ঢের দেরি রয়েছে। একথা নিজেই জানিয়েছেন সুকান্তর বাবা। সব ঠিক থাকলে ২০২৬ সালে সাতপাক ঘুরবেন জুটিতে।
নাচে গানে জমজমাট ছিল সুকান্ত অনন্যার এনগেজমেন্ট পার্টি। এই মুহূর্তে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে অভিনয় করছেন অনন্যা। তার সুবাদেই পার্টিতে উপস্থিত ছিলেন আদৃত রায়, সোহেল, থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরা। এছাড়াও উপস্থিত ছিলেন রূপসা চট্টোপাধ্যায়, সায়ক , থেকে শুরু করতে আরও অনেকেই।
দুজনের বয়সের তফাৎ অনেকটাই। তবু প্রেম কী আর বলে কয়ে হয়! সুকান্ত পড়াতেন অনন্যাকে। সেখান থেকেই মন দেওয়া-নেওয়া। তখন নাকি সদ্য মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত পরিণীতা। আর সুকান্তকে দেখে বাবাই দা ফিল পেয়েছিল অনন্যা। তারপর থেকেই প্রেম জমে ক্ষীর।