সোলো ট্রিপে দেশ বিদেশ ঘোরা অনেকেরই শখ। টলিউডের বহু অভিনেত্রীই আজকাল ঘুরতে যান একা একা, সেরকমই সোলো ট্রিপে গিয়ে স্বপ্ন পূরণ করলেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। স্টকহোম, নরওয়ে, আইসল্যান্ড, একের পর এক দেশ ঘুরছেন অনন্যা, সে সবের শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।
এমনিতে অনন্যা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাকটিভ নন, আজকাল কাজ করেন খুব বেছে বেছে, কিন্তু সোলো ট্রিপে যাওয়ার পর থেকে বেশ ঘনঘন ছবি দিচ্ছেন ইওরোপের নানা দেশের। প্রথমে স্টকহোম, সেখান থেকে আইসল্যান্ড হয়ে এবার অভিনেত্রী গিয়েছেন নরওয়েতে।