বলিউডের লিভিং লেজেন্ড অমিতাভ বচ্চন। দেশের গন্ডি পেরিয়ে গোটা পৃথিবী জুড়েই রয়েছে তাঁর অগুনতি ভক্ত। এমনই এক ভক্ত ২০২২ সালে নিউইয়র্কে তাঁর বাসভবনের বাইরে একটি অমিতাভ বচ্চনের মূর্তি স্থাপন করেছিলেন। তিনি একজন আমেরিকান ব্যবসায়ী, তাঁর নাম গোপী শেঠ।
২ বছরের মধ্যে মূর্তিটি পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। শুধু তাই নয়, বিশালাকায় এই মূর্তি গুগল ম্যাপেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ব্যবসায়ীর পোস্ট করা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
গোপী শেঠ নিউইয়র্কের ম্যানহাটনের প্রায় ৩৫কিলোমিটার দক্ষিণে এডিসন শহরে তাঁর বাসভবনের বাইরে ২০২২ সালের অগাস্টে বচ্চনের বিরাট মূর্তি স্থাপন করেছিলেন। গোপী শেঠ পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, “অমিতাভ বচ্চন মূর্তির জন্য আমাদের বাড়িটি সবচেয়ে জনপ্রিয় পর্যটক আকর্ষণে পরিণত হয়েছে। গুগল সার্চ দ্বারা স্বীকৃত, এই সাইটটি প্রতিদিন ক্রমবর্ধমান সংখ্যক দর্শকদের আকর্ষণ করে। ”
তারপর থেকে দুই বছরে, ভারতীয় সুপারস্টারের ভক্তরা এই জায়গায় আসছেন, ছবি এবং সেলফি তুলছেন, তাদের অনেকেই ইনস্টাগ্রাম এবং এক্স-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করছেন। প্রতিদিন ২০ থেকে ২৫ গাড়ি লোকজন এই স্থানে আসেন বলে জানান ওই ব্যবসায়ী।