দিন কয়েক আগেই কঙ্গনা রানাউতের (Kangna Ranaut) একটি পারফরম্যান্সের ভূয়সী প্রসংশা এসেছিল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) তরফে। কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট মুছে ফেলতে হয় বিগ বি-কে।কেন? তা নিয়েই শুরু হয় জল্পনা। এবার সরাসরি খুলে না বললেও কিছুটা আভাস দিলেন অমিতাভ, জানালেন প্রতি মুহূর্তে তাঁর প্রোফাইলে নজরদারি চলছে। তাঁকে হুঁশিয়ার করা হয়েছে সরকারের তরফে।
বিগ বি তাঁর ব্লগে লিখেছেন, ‘এখন সরকারি নির্দেশিকা অনুযায়ী বিধিনিষেধ অত্যন্ত কঠোর। আমার একাধিক পোস্টে নোটিস ধরানো হয়েছে। নিজের সঙ্গে চুক্তিবদ্ধ কাজ ছাড়া আর কোনও কাজের পোস্ট শেয়ার করতে পারব না। উদ্যোগপতি বা বিনিয়োগকারী সংস্থার নাম উল্লেখ করতে হবে।’
আরও পড়ুন: পল্লবীর মৃত্য়ুতে অন্যতম অভিযুক্ত, কে এই ঐন্দ্রিলা সরকার ?
এই পোস্টের পর সকলেই বুঝেছেন, কোনও বিশেষ চাপের কথা মাথায় রেখেই পোস্টটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন তিনি।
আগামী ২০ মে মুক্তি পাচ্ছে রজনীশ ঘাইয়ের ‘ধাকড়’, তাতেইএজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। ছবিটি নিয়মিত চর্চায় রয়েছে। অমিতাভ বচ্চন সেই পোস্ট মুছে ফেলার পর থেকে ধাকড় এর গানের ভিউ ক্রমশ বেড়েই চলেছে।