দীর্ঘ ১৩ বছরের শাপমোচন হয়েছে, শনিবার রাত্রে| গোটা টুর্নামেন্ট জুড়ে অপ্রতিরোধ্য থেকে ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে গর্বের ট্রফি কাঁধে তুলেছেন রোহিত-বিরাট-দ্রাবিড়রা| গোটা দেশের প্রার্থনা বিফলে যায়নি| অথচ এমন নেইল বাইটিং ম্যাচ নাকি দেখেননি বিগবি অমিতাভ বচ্চন|
বিশ্বজয়ের পর ক্রিকেট প্রেমী অমিতাভ বচ্চনের, আবেগে গলা ধরা এসেছে| সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটারদের মতো চোখে জল চলে আসছে, ভারত বিশ্বসেরা। উত্তেজনা, আবেগ, আনন্দ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।’ এর পরেই তিনি জানিয়েছেন, জিতে গেছেন, কিন্তু টিভি দেখেননি| কারণ তাঁর বিশ্বাস,তিনি ম্যাচ দেখলেই ভারত হেরে যায়| এই বিশ্বাস থেকেই এমন টানটান ম্যাচ ও দেখেননি বিগবি|