হায়দ্রাবাদের শুটিং সেটে দুর্ঘটনা। গুরুতর জখম হলেন অমিতাভ বচ্চন। জানা গিয়েছে, হায়দরাবাদে 'প্রজেক্ট কে' -এর একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে আঘাত পান বিগ বি। তাঁর পাঁজরের একাংশ ভেঙেছে। পাশাপাশি ডান পাঁজরের একটি পেশিও ছিঁড়েছে তাঁর।
হায়দরাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে স্ক্যান করার পরামর্শ দেন। আপাতত শ্যুটিং স্থগিত রেখে হায়দরাবাদ থেকে মুম্বইয়ে ফেরানো হচ্ছে অমিতাভ বচ্চনকে।
Imran Khan: অধরা ইমরান খান, লাহোরের বাড়ি ঘিরে ফেলেও তাঁকে খুঁজেই পেল না পুলিশ
'প্রজেক্ট কে' ছবিতে প্রথমবার প্রভাস এবং দীপিকার জুটি দেখা যাবে। ছবির শ্যুটিং চলছিল হায়দরাবাদে।