বলিউডে নিঃসন্দেহে এই ঘটনা প্রভাব ফেলবে। প্রায় ১৭ বছর পর একই সঙ্গে পর্দায় দেখা যেতে পারে বলি শেহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং বাদশা শাহরুখ খানকে (Shah Rukh Khan)। ‘কভি খুশি কভি গম’, ‘মোহাব্বতে’, ‘কভি আলবিদা না কহেনা’, এর মতো একাধিক ছবিতে SRK এবং BIG B-এর জুটি আজও চোখে লেগে রয়েছে দর্শকদের।
Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুতের মুম্বইয়ের ফ্ল্যাট কিনলেন কোন বলিউড তারকা?
দুইজনেই কার্যত বলিউডের ‘ডন’, কানাঘুষো শোনা যাচ্ছে, ২ ডনকে নাকি ফারহানের নতুন ফ্রাঞ্চাইজিতে দেখা যাবে ক্যামিওর চরিত্রে। কিং খান বললেন, “সিনিয়র বচ্চনের সঙ্গে দীর্ঘদিন বাদে কাজ করে দারুণ মজা পেলাম।’’ এছাড়াও বিগবির কাছ থেকে অনেকটা অনুপ্রেরণা নিয়ে এসেছেন তিনি। অমিতাভ বচ্চন নাকি দৌড়ে হারিয়েও দিয়েছেন শাহরুখকে। কিং খানের এই ট্যুইট এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।