মিগজাউমের জেরে বানভাসি চেন্নাই । একটানা বৃষ্টির জেরে ভাসছে শহর । এদিকে, চেন্নাইয়ে গিয়ে বন্যার কবলে পড়লেন বলি অভিনেতা আমির খান । অবশেষে নৌকায় করে উদ্ধার করা হল তারকাকে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি ।
জানা গিয়েছে, চেন্নাইয়ে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমির । সেখানে গিয়েই আটকে পড়েন অভিনেতা । তারপর উদ্ধারকারীদের তৎপরতায় সাধারণ নাগরিকদের মতো নৌকায় চেপে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় আমিরকে । তাঁর সঙ্গে ছিলেন তামিল তারকা বিষ্ণু বিশালও । তিনিই আমিরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি । একইসঙ্গে ক্যাপশনে, চেন্নাইয়ের কঠিন পরিস্থিতির কথা তুলে ধরেছেন । তিনি জানিয়েছেন, চেন্নাইয়ে বিদ্যুৎ নেই, মোবাইলের নেটওয়ার্কও নেই । তবে, বন্যা পরিস্থিতিতে তামিলনাড়ুর সরকারের কাজেরও প্রশংসা করেন তামিল অভিনেতা।