বিনোদনের দুনিয়া মানেই নানাধরনের গসিপ, মশালাদার খবর । আর যার জন্য পেজ থ্রি সবসময় সরগরম । কোনও না কোনও হিরো বা হিরোইনকে চর্চা, গসিপ চলতেই থাকে । এবার আলোচনার কেন্দ্রে আমির খান । কেন ? প্রেমজীবন নিয়ে । আবারও নাকি প্রেমে পড়েছেন ৫৯ বছর বয়সী অভিনেতা । কাকে ডেট করছেন আমির , সেই রহস্যময়ী কে ? পিঙ্কভিলার রিপোর্ট বলছে, আমির নাকি তাঁর পরিবারের সঙ্গে ওই রহস্যময়ীর পরিচয় করিয়ে দিয়েছে । তাহলে কতটা গভীরতায় পৌঁছে গিয়েছে তাঁদের সম্পর্ক ভাবুন তো । না আমরা বলছি না, কানাঘুষো এমনই খবর বলিউডে ।
কে সেই রহস্যময়ী ?
নাম তাঁর গৌরী । না না ভুল ভাবছেন । পৃথিবীতে কি এক নামের অনেক মানুষ থাকে না ? এক্ষেত্রেও তাই । জানা গিয়েছে, বেঙ্গালুরুতে থাকেন আমিরের চর্চিত প্রেমিকা ! বলিউডের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই । সবটাই আসলে গুঞ্জনের পর্যায়ে রয়েছে । আমির এই বিষয়ে এখনও কিছুই বলেননি । তবে, জানা যাচ্ছে, আমিরের অনুরাগীদের জন্য নাকি দারুণ চমক রয়েছে ।
আদৌ বিষয়টা কতটা সত্যি, তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই । তার আগে আমিরের লভ লাইভ, কটা বিয়ে হয়েছে নায়কের, ডিভোর্স, একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক...
আমিরের প্রথম স্ত্রী রীনা দত্ত
১৯৮৬ সালে বিয়ে
২০০২ সালে বিচ্ছেদ
দুই সন্তান
ইরা খান এবং জুনাইদ খান
দ্বিতীয় স্ত্রী কিরণ রাও
'লাগান' ছবির সেটে আলাপ
২০০৫ সালে বিয়ে
১৫ বছরের সম্পর্কের বিচ্ছেদ
আমির-কিরণের এক পুত্র সন্তান