চেক বাউন্স মামলায় আত্মসপর্মণ করলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। শনিবার রাঁচি সিভিল কোর্টে আত্মসমর্পণ করেন তিনি। এরপরই তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়।
২০১৮ সালে ঝাড়খণ্ডের হার্মু গ্রাউন্ডে একটি অনুষ্ঠানে যান আমিশা। অজয় কুমার সিং নামে এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করেন আমিশা। ছবি প্রযোজনা নিয়ে কথা হয় তাঁদের। ওই ব্যবসায়ী অর্থ লগ্নি করেন। কিন্তু ছবি তৈরি হয়নি। আমিশাকে টাকা ফেরত দেওয়ার কথা বলেন ওই ব্যবসায়ী। ২০২১ সালে আমিশা আড়াই কোটি টাকার একটি চেক পাঠান, কিন্তু সেই চেক বাউন্স করে। এরপরই আদালতে মামলা করেন ঝাড়খণ্ডের ব্যবসায়ী অজয় কুমার সিং।
এর আগেও আমিশার বিরুদ্ধে চেক বাউন্সের অভিযোগ উঠেছে। সম্প্রতি গাদার-২ ছবির জন্য সিলভার স্ক্রিনে কামব্যাক করতে চলেছেন আমিশা। থাকবেন সানি দেওয়ালও। ১১ অগাস্ট মুক্তি পাবে সেই ছবি।