অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষে গোটা বছর ধরেই চলছে সেলিব্রেশন। দেশি বিদেশি অতিথিদের আপ্যায়নে রয়েছে এলাহি আয়োজন, সে সব তো গোটা বিশ্বই দেখল। কিন্তু রিলায়েন্সের হাজার হাজার কর্মীদের ছেলের বিয়ে উপলক্ষে কী উপহার দিলেন মুকেশ এবং নীতা আম্বানি, জানেন?
দেশের সমস্ত রিলায়েন্স কর্মীর কাছে পাঠানো হয়েছে একটি হ্যাম্পার, লাল বাক্সে লেখা অনন্ত-রাধিকার নাম। বাক্সের ভেতর ঠাসা মিষ্টি, চানাচুর, ভুজিয়া-বাদাম এবং একটি রুপোর কয়েন। রিলায়েন্স কর্মীরাই সে সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
বছরের সবচেয়ে চর্চিত বিয়েটি সম্পন্ন হল গত শুক্রবার। রবিবার রিসেপশন। এত বিলাস, আএত আয়োজন, আড়ম্বর, উদযাপনের এমন ঘটা আগে দেখেনি গোটা দেশ। এ যেন আক্ষরিক অর্থেই বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং!