রণবীর-আলিয়ার (Ranbir-Alia Wedding) বিয়েতে অতিথি থাকবেন মাত্র ২৮ জন, এ খবর আগেই সামনে এসেছে। এবার সেই ২৮ জনের তালিকায় কে থাকবেন, কে বাদ পড়বেন, তা জানতে অধীর অপেক্ষায় দেশবাসী।
২৮ জন অতিথির দেখভালে এবং অনুষ্ঠান চলাকালীন কোনও অপ্রীতিকর পরিস্থিতি হলে তা সামাল দিতে ইতিমধ্যে ভাড়া করা হয়েছে ২০০ জন বাউন্সার। সম্প্রতি পাওয়া খবর বলছে, মালা বদলের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন শাহরুখ খান (Shahrukh Khan), আমির খান (Amir Khan), সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali), করণ জোহর (Karan Johar), অয়ন মুখার্জিরা (Ayan Mukerjee)।
তবে,শোনা যাচ্ছে বিয়ের দিনক্ষণ থেকে ভেন্যু একেবারে পাকাপাকি হয়ে গিয়েছে । এনডিটিভি-র (NDTV) রিপোর্ট বলছে, বুধবার থেকেই প্রাক বিবাহ পর্বের অনুষ্ঠান শুরু হয়ে যাবে । অর্থাৎ, আজই আলিয়ার মেহেন্দি অনুষ্ঠান (Mehendi Ceremony) । আর বিয়ে (Wedding) হচ্ছে বৃহস্পতিবারই ।
তারকা জুটির পরিবারের ঘনিষ্ঠ সূত্র এনডিটিভি-কে জানিয়েছে, বুধবার মেহেন্দি থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠান মুম্বইয়ের পালি হিলসের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বাস্তুতে (Vastu) অনুষ্ঠিত হবে । এদিন সকালে, দুই পরিবারের উপস্থিতিতে পুজো হয়েছে বাড়িতে । জানা গিয়েছে, দুপুর ২টো থেকে মেহেন্দির অনুষ্ঠান শুরু হবে । পরিবার, আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা মেহেন্দি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ।
বিয়ের আগে রণবীর-আলিয়াকে একসঙ্গে পর্দায় দেখা না গেলেও বিয়ের পরই মুক্তি পাচ্ছে ব্রহ্মাস্ত্র। সেখানে মিয়াঁ বিবিকে দেখা যাবে একে অপরের বিপরীতে।
ইতিমধ্যে দু'বাড়িতেই বিয়ের প্রস্তুতি তুঙ্গে। শোনা যাচ্ছে বিয়ের দিন (Ranbir-Alia wedding) ১৪ এপ্রিল। বর কনের বাড়িতে আলোর রোশনাইয়ের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
২০১৮ সাল থেকে একে অপরকে ডেটিং করছেন রণবীর-আলিয়া (Ranbir-Alia) । সোনম কাপুরের বিয়েতে নিজেদের সম্পর্কতে সিলমোহর দেন তাঁরা । রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে জল্পনা বহুদিন ধরেই । রণবীর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতি তৈরি না হলে ২০২০ সালেই আলিয়াকে বিয়ে করতেন তিনি ।