সদ্য মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt), কাজ থেকে সাময়িক বিরতিতেই ছিলেন অভিনেত্রী। শুক্রবার অর্থাৎ ২৪ ফেব্রুয়ারী পরিচালক সঞ্জয় লীলা বনসালির জন্মদিনের পার্টিতে উপস্থিত হয়েছিলেন বলিপাড়ার গাঙ্গুবাঈ ওরফে আলিয়া ভাট। তবে সাদা সাটিনের পোশাক, আর নামমাত্র মেক আপে গাড়ি থেকে নামতেই আলিয়াকে দেখে চোখ কপালে অনুরাগীদের।
চেনা অভিনেত্রীর এ কেমন অবস্থা হয়েছে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মুখে৷ কেউ বলছেন রোগা হয়ে গিয়েছেন আলিয়া, চোখের কোল বসে গিয়েছে, ক্লান্ত দেখাচ্ছে তাঁকে। কেউ কেউ বলছেন রাহার জন্মের পর মাতৃত্বের ধকলেই এই অবস্থা আলিয়ার। এদিনের পার্টিতে বসেছিল চাঁদের হাট। হীরামান্ডির অভিনেত্রী সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, সহ অসংখ্য বলিউড তারকা উপস্থিত ছিলেন বনসালীর জন্মদিনে।