স্টারকিড হওয়ার ইতিবাচক-নেতিবাচক দিকগুলো তাঁরা হাড়ে হাড়ে টের পেয়েছেন, তাই আগে থেকেই নিজের মেয়েকে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছেন আলিয়া ভাট-রণবীর কাপুর। সম্প্রতি, এক সাক্ষাৎকারে সে সবই বিষদে জানালেন আলিয়া।
বাবা- মা গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত থাকলে এমনিই স্টারকিডদের ওপর নজর থাকেই সকলের। তাঁদের মেয়েকে নিয়েও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা। জুনিয়র আলিয়াকে বলিউডে কে লঞ্চ করছেন, কবে, এইসব আলোচনা হচ্ছে চারপাশে। সেই নিয়ে আগে ভাগেই আলিয়া বেশ সাবধানী, বোঝাই গেল।
সম্প্রতি ম্যারি ক্লেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, তাঁর সন্তানের কেরিয়ার নিয়ে এখন কিছু ভাবনেন না তাঁরা। এখন থেকে ভেবে রাখলে পরে তা নাও মিলতে পারে। তাই, এসব তোলা থাকছে তাঁর সন্তানের জন্যেই। কোনও জোর খাটাবেন না আলিয়া কিমবা রণবীর। আর পাঁচটা শিশুর মতোই বেড়ে উঠুক তাঁদের সন্তান, চাইছেন 'গাঙ্গুবাই'।