আলাপ-শ্রুতি (Alap-Shruti)! বাংলা বিনোদন দুনিয়ায় খুব চেনা জুটি, অল্প কদিনের মধ্যেই দর্শকের ভালবাসা কুড়িয়েছে ঢের। তানসেনের তানপুরা, রুদ্রবীণার অপভিশাপের পর হইচই তে আসছে তাদের ত্রিতীয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে। পয়লা জুলাই ওটিটি তে মুক্তি পাচ্ছে রুদ্রবীণার অভিশাপের (Rudrabinar Obhishaap) দ্বিতীয় পর্ব।
বাংলা ছবিতে এখন গোয়েন্দা রাজ। ফেলুদা, একেন, ব্যোমকেশ, শবরের মাঝে শ্রুতি-আলাপ কিন্তু গোয়েন্দা নয়, তবে তাঁরা জড়িয়ে পড়েছে এক অন্ধকার রহস্যে। রহস্যের একদিকে যখন আলো পড়ছে, অন্যদিকে আবার জমাট বাঁধছে নিকষ অন্ধকার।
Mithun Chakraborty: ৭২-এ 'ডিস্কো ড্যান্সার', মিঠুনের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল
আলাপ ও শ্রুতির ভূমিকায় এবারও দেখা যাবে বিক্রম(Vikram Chatterjee) ও রূপসাকে (Rupsa Chatterjee) । রুদ্রবীণার অভিশাপের প্রথম পর্বে দেখা গিয়েছিল দিতিপ্রিয়া রায়(Ditipriya Roy) ও সৌরভ দাস(Sourav Das) । এই পর্বেও কি থাকছেন তাঁরা? উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র ক'টা দিনের।