চতুর্থ সন্তানের বাবা হচ্ছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা আল পাচিনো। অভিনেতার ২৯ বছরের বান্ধবী নূর আলফাল্লা আট মাসের সন্তানসম্ভবা বলে জানা গিয়েছে। নূরের এটিই প্রথম সন্তান।
নূর এবং আল পাচিনো গত বছর থেকেই সম্পর্কে আছেন। মাত্র ২৯ বছর বয়সেই প্রযোজক হিসেবে ইতিমধ্যে বেশ নাম করেছেন নূর।
অভিনেতা আল পাচিনোর ইতিমধ্যে তিন সন্তান রয়েছে। তাঁদের মধ্যে জুলির মা পাচিনোর প্রাক্তন বান্ধবী জ্যান টারান্ট, অলিভিয়া-অ্যান্টনের মা অভিনেতার আরেক প্রাক্তন বান্ধবী বেভারলি ডি অ্যাঞ্জেলো।