তিনি বলিউডের খিলাড়ি৷ বেশ কয়েক দশকের বর্ণময় কেরিয়ার৷ আসমুদ্রহিমাচলে তাঁর অজস্র ফ্যান৷ কিন্তু ৫৬ বছর বয়সে এই প্রথম ভোট দিলেন অক্ষয় কুমার।
কেন এতদিন ভোট দেননি অক্ষয়? আসলে তিনি ছিলেন কানাডার নাগরিক। যেহেতু ভারতে দ্বৈত নাগরিকত্ব নেই, তাই তিনি ভোট দিতে পারেননি। অক্ষয়ের বিরোধীরা তাঁকে 'কানাডা কুমার' বলে কটাক্ষ করতেও ছাড়েননি। এখন তিনি ভারতীয় নাগরিক। অবশেষে সোমবার পঞ্চম দফার ভোটে আঙুলে লাগালেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের কালি।
ভোট দিয়ে বেরিয়ে অক্ষয় বলেন, "আমি চাই আমার ভারত উন্নত এবং শক্তিশালী হেক। সেই কথা মাথায় রেখেই আমি ভোট দিয়েছি।" বড় সংখ্যক ভোটার মতপ্রকাশ করবেন বলে আশা প্রকাশ করেছেন অক্ষয়।