বারাণসীতে শ্যুটিং-এ গিয়েছিলেন সদ্য প্রয়াত অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে৷ উত্তরপ্রদেশের সারনাথের একটি হোটেল থেকে উদ্ধার হয় অভিনেত্রীর দেহ। তিনি ভোজপুরী সিনেমার জনপ্রিয় মুখ। অভিনেত্রীর বয়স হয়েছিল ২৫ বছর। অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর একটি ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে হইচই। যেখানে হাপুস নয়নে কাঁদতে দেখা যায় তাঁকে। মুখে হাত চাপা দিয়ে কোনও কথা না বলে কেঁদে চলেছেন তিনি। ছোট্ট এই ভিডিয়োই নাকি আকাঙ্ক্ষার শেষ লাইভ। তারপর হঠাৎ এই ঘটনা। তদন্ত শুরু করেছে পুলিশ।
DIY Lip Scrub: গোলাপের মতো নরম গোলাপি ঠোঁট চান? বাড়িতেই বানান লিপ স্ক্রাব
মাত্র কয়েকমাস আগে সহকর্মী সমর সিংয়ের সঙ্গে তাঁর ভালবাসার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। 'মেরি জং মেরি ফয়সালা' ছবি দিয়ে ভোজপুরী সিনেমায় অভিষেক। এরপর বেশ কিছু হিট সিনেমা ভোজপুরী দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য ফাইটার কিং। মির্জাপুরে জন্ম অভিনেত্রীর।
ইনস্ট্রাগ্রামে তাঁর ফলোয়ার ছিল চোখে পড়ার মতো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর আগের রাতেও সোশাল মিডিয়ায় তাঁক অ্যাকটিভ পাওয়া গিয়েছিল। মৃত্যুর চব্বিশ ঘণ্টা আগে নিজের ছবির পোস্টার শেয়ার করেন অভিনেত্রী। তার মাঝেই কী ভাবে এই ঘটনা ঘটল রহস্য ঘনীভূত হচ্ছে।