Aindrila Sharma death : হাতে স্যালাইনের চ্যানেল, নাচছেন ঐন্দ্রিলা, 'বুনু'-র স্মৃতিতে ডুবে দিদি ঐশ্বর্য

Updated : Nov 30, 2022 09:52
|
Editorji News Desk

তিনদিন কেটে গিয়েছে । অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আর নেই । রবিবার বেলায় শেষ হয়ে যায় তাঁর দীর্ঘ ২০ দিনের লড়াই । কিন্তু, এই কঠিন সত্যিটা এখনও কেউ মেনে নিতে পারছেন না । সোশ্যাল মিডিয়ায় শুধু তাঁরই ছবি, ভিডিও ঘোরাফেরা করছে । ঐন্দ্রিলার স্মৃতিতে ডুবে নেটদুনিয়া । আর ঐন্দ্রিলার পরিবার ? আদরের 'মিষ্টি' তাঁদের কাছে আর ফিরবে না, ভাবতে পারছেন না তাঁরা । কেবলই 'বুনু'-র স্মৃতি উঠে আসছে দিদি ঐশ্বর্য শর্মার ফেসবুক পাতায় । এখনও যে বোনের পথ চেয়ে বসে আছে তাঁর প্রিয় দিদি ।

সম্প্রতি, ঐশ্বর্য শর্মা ঐন্দ্রিলার একটি ভিডিও পোস্ট করেছেন । সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালে ঐন্দ্রিলা । যখন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন অভিনেত্রী, সেই মুহূর্তের ভিডিও । দেখা যাচ্ছে, হাতে চ্যানেল করা, অসুস্থতার মধ্যেও ঐন্দ্রিলা নাচছেন । মনের জোরেই তো শেষ পর্যন্ত লড়ে গিয়েছেন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে । দিদি ঐশ্বর্য ভিডিওটি পোস্ট করে লিখেছেন, 'শক্তি, সাহস, যুদ্ধ জয়ের আর এক নাম আমার বুনু ।'

ফেসবুকে আরও একটা দীর্ঘ পোস্ট করেছেন ঐশ্বর্য । যেখানে,শুধু 'বুনু'-র ফিরে আসার অপেক্ষায় তাঁর দিদি । ঐন্দ্রিলা যে শুধু তাঁর বোন ছিলেন তা নয়, বেস্ট ফ্রেন্ড ছিলেন দু'জনে । একসঙ্গে সিনেমা দেখা, ঘুরতে যাওয়া, রাত জেগে গল্প করা...আরও কত কী ! ঐশ্বর্য লিখেছেন,  "আমাদের এখনো কত প্ল্যান্স বাকি আছে বলতো ? কে আমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসবে ? কে আমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়বে, আমাকে আগলে রাখবে ?আমার যে তুই ছাড়া আর কোনো প্রিয় বন্ধু নেই। তুই যে আমার জীবনীশক্তি। এই ২৪ বছর এ আমি যে নিজে থেকে কিছুই করতে শিখিনি বুনু। আমি জানি তুই সাবলম্বী কিন্তু তোর দিদিভাই যে তোকে ছাড়া খুব অসহায়। তাড়াতাড়ি আমার কাছে চলে আই বুনু। অপেক্ষায় রইলাম।"

দুই বোনের ভাব কতটা, তার কিছুটা আঁচ আগেই পেয়েছিল ঐন্দ্রিলার অনুরাগীরা। অধিকাংশ সাক্ষাৎকারেই দিদির কথা বলতেন ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে ছবিও প্রচুর। পোশাক অদল বদল করে পরতেন দুজনেই। অভিনয় জগতে পা রেখে বহরমপুর ছেড়ে যখন কলকাতায় আসা, দিদির সঙ্গেই থাকতেন অভিনেত্রী, একসঙ্গে ফ্ল্যাট সাজাতেন। জীবনের সব পর্যায়ে লেগে লেগে থাকে দুই বোনের এক বোন রয়ে গেলেন, চলে যেতে দেখলেন ছোট বোনকে।

aindrila sharmaAindrila sharma passes awayAiswarya SharmaTollywoodaindrila sharma dead

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ