অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক উন্নতি ঘটেছে। কোনও এক অলৌকিক শক্তি যেন মৃত্যুর দোরগোড়া থেকে আবার ফিরিয়ে এনেছে ঐন্দ্রিলাকে। ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন অভিনেত্রী। শুক্রবার রাতে দীর্ঘ এক ফেসবুক পোস্টে এমনটাই দাবি, অভিনেত্রীর বন্ধু সব্যসাচী চৌধুরীর।
দিন কয়েক আগে সব্যসাচী অলৌকিক এর জন্য প্রার্থনা করতে বলে ফেসবুকে একটি পোস্ট করেন। এরপর ঐন্দ্রিলা শর্মার কার্ডিয়াক ক্যারেস্ট হয়। রটে যায় তাঁর হৃদস্পন্দন থেমে যাবার খবর। যদিও পরে জানা যায় সে সবই ভুয়ো। এর মাঝে দুদিন কেটে গিয়েছে। অবস্থার উন্নতি হয়নি। কিন্তু আচমকাই মিরাকল ঘটে। শুক্রবার রাত আটটার পর অভিনেত্রীর অবস্থার উন্নতি হতে শুরু করে।
এরপরই শুক্রবার রাতে এক দীর্ঘ পোষ্টে গত দুদিন ধরে কি কি ঘটেছে তা লেখেন সব্যসাচী। অভিনেত্রীর বিশেষ বন্ধুর এই পোস্টে গত কয়েক দিনের বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে। সব্যসাচী লিখছেন, 'ঠিক রাত আটটায় যখন আমি বিমর্ষমুখে নিচে দাঁড়িয়ে, হঠাৎ হাত নড়ে ওঠে ঐন্দ্রিলার। খবর পেয়ে দৌড়ে গিয়ে দেখি হার্টরেট এক লাফে ৯১, রক্তচাপ বেড়ে ১৩০/৮০, শরীর ক্রমশ গরম হচ্ছে। কে বলে মিরাকেল হয় না? কে বলে ও চলে গেছে? একপ্রকার অনন্ত শূন্য থেকে এক ধাক্কায় ছিটকে ফিরে এল মেয়েটা। গেছে বললেই ও যাবে না কি, যেতে দিলে তো যাবে।'
ঐন্দ্রিলা স্বাস্থ্যের খবর দিতে গিয়ে সব্যসাচী আরও লেখেন, 'এই মুহূর্তে ঐন্দ্রিলা একপ্রকার সাপোর্ট ছাড়াই আছে, এমন কি ভেন্টিলেশন থেকেও বেরিয়ে আসার চেষ্টা করছে। আগে ক্লিনিক্যালি সুস্থ হোক, নিউরোর কথা পরে ভাববো।'
এরপর গত দু'দিনের বর্ণনা দিতে গিয়ে লেখেন, 'মানুষের গায়ে আজকাল বড়ই শকুন শকুন গন্ধ পাই। গত দু'দিন ধরে হাসপাতালের নীচে বেশ ভিড় জমেছিল, ওর অবস্থার উন্নতি ঘটাতে কাল রাত থেকে একেবারে খাঁ খাঁ করছে।