শুক্রবার রাতে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা উন্নতি হলে দীর্ঘ এক পোস্ট করেন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী। যে পোস্টে লেখেন, 'ঈশ্বর ফেসবুক করেন না আমি জানি, তাই লিখেছিলাম মন থেকে প্রার্থনা করুন, ‘ফোন’ থেকে করুন লিখিনি।' যা দেখে অনেকেই মনে করছেন নাম না করে এই পোস্টে তিনি অভিনেতার ঋত্বিককেই যেন জবাব দিলেন।
দিন কয়েক আগে ঋত্বিক ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, 'অনেককেই দেখি নানা কারণে ফেসবুকে প্রার্থনা করেন। কিন্তু যার কাছে প্রার্থনা করা হয় তিনি ফেসবুক করেন তো!' যা নিয়ে তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। শুরু হয় বিতর্ক। সামালোচনার মুখে পড়তে হয় ঋত্বিককে।
এরপর বৃহস্পতিবার আর একটি ফেসবুক পোস্ট করেন ঋত্বিক। যেখানে তিনি লেখেন, 'কাল একটা পোস্ট করেছিলাম, পরে কমেন্ট দেখে বুঝলাম অনেকেই লেখাটাকে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কিত বলে মনে করেছেন। আমার বিপদের দিনের জন্য অপেক্ষা করবেন বলেও বলেছেন। পোস্টটা করার সময় ঐন্দ্রিলার কথা মাথায় ছিল না। পরে বুঝলাম থাকলে ভাল হতো...।' এই পোস্টে ঐন্দ্রিলার সুস্থতাও কামনা করেন তিনি।
এর কয়েকঘন্টার মধ্যেই মিরাকল ঘটে। কোনও এক অলৌকিক শক্তি যেন মৃত্যুর দোরগোড়া থেকে আবার ফিরিয়ে আনে ঐন্দ্রিলাকে। বেশ কিছুটা সুস্থ হয়ে ওঠেন তিনি। ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন অভিনেত্রী। আর সেই কথা লিখতে গিয়েই নাম না করে ফেসবুক প্রার্থনার বিষয়টিও নিজের পোস্টে তুলে ধরেন তাঁর বন্ধু সব্যসাচী।