জন্মদিনের ঘরোয়া উদযাপন, বার্থডে গার্লের গালে চকোলেট কেক মাখিয়ে দিল দিদি। কী জীবন্ত মুহূর্ত। ঐন্দ্রিলার এই প্রাণবন্ত ভিডিও দেখলে বিশ্বাস করতে কষ্ট হয়, মেয়েটা নেই। প্রয়াত অভিনেত্রীর একগুচ্ছ ছবি-ভিডিওই এখন শেষ সম্বল পরিবারের। রোজই সেসব নিজের ফেসবুকে পোস্ট করছেন দিদি ঐশ্বর্য।
চলতি বছরের জন্মদিনের একটি ভিডিও শেয়ার করেছেন ঐন্দ্রিলার দিদি। বোনের জন্মদিনে কেক মাখাচ্ছেন, গাল সরিয়ে নিচ্ছেন ঐন্দ্রিলা, আবার কখনও বন্ধু সব্যসাচীর গালে নিজেই মাখিয়ে দিচ্ছেন কেক। একেবারেই পারিবারিক ভিডিও। কিন্তু মুহূর্তরা যেন কথা বলে উঠছে। সেই শেয়ার করেছেন ঐন্দ্রিলার মাও। শর্মা পরিবারের এখন স্মৃতিটুকুই সম্বল।