প্রথমে দেব ঘোষণা করলেন দুর্গ রহস্য আসছে বড়পর্দায়, সেখানে তিনি ব্যোমকেশ এর চরিত্রে। পরিচালক কে, সেই নিয়ে কিছুদিন সাসপেন্স রইল টলিপাড়ায়, শোনা গেল সৃজিত মুখোপাধ্যায়ের নাম। সৃজিত জানালেন, দেবকে নিয়ে ভবিষ্যতে ছবি করার কথা তিনি ভেবেছেন কিন্তু ব্যোমকেশ নয়। এবার জানা গেল দেবের ছবির পরিচালক বিরসা দাসগুপ্ত। এবার গল্পের আসল ক্লাইম্যাক্স। সৃজিত নতুন ছবি পোস্ট করে জানালেন তিনিও আনছেন দুর্গ রহস্য! টলিপাড়ায় ব্যোমকেশ কে নিয়ে এমন টানাটানি! এ তো নিজেই একটা টানটান চিত্রনাট্য!
সৃজিতের পোস্ট নিঃসন্দেহে নাটুকে। নতুন ছবিতে দেখা যাচ্ছে তিনি সদলবলে একটি দুর্গের সামনে দাঁড়িয়ে আসেন। ক্যাপশনে লেখা, 'পুরনো সাথীরা, নতুন যুদ্ধে!' তবে যেটা নজর কাড়ল সেটা হল এই পোস্টের হ্যাশট্যাগ। তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, 'দুর্গ রহস্য', 'আমার নিজের শর্ত বাঁচব'।