Bohurupi: এবার অস্ট্রেলিয়ার হলেও, রমরমিয়ে চলল 'বহুরূপী', বাংলার ৯৭টি হলে 'নট আউট' শিবু-নন্দিতার ছবি

Updated : Nov 25, 2024 17:21
|
Editorji News Desk

বাংলা ইন্ডাস্ট্রির ‘মরা গাঙে’ কার্যত ‘বান’ এনে দিয়েছে  'বহুরূপী' । এই প্রথম কোনও বাংলা ছবি, যার আয় ১০ কোটি ছাড়িয়েছে । দুর্গাপুজোয় তিনটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল । বহুরূপী ছাড়াও বড়পর্দায় ওই একই সময়ে মুক্তি পায় টেক্কা ও শাস্ত্রী । কিন্তু হাইভোল্টেজ এই ছবিগুলির সঙ্গে লড়ে মানুষের মন জিতে নিয়েছে শিবপ্রসাদ, ঋতাভরী ও আবির, কৌশানীদের ‘বহুরূপী’। এখনও ‘বহুরূপী’র বিজয়রথ থামার নাম করছে না। বাংলার পর এবার বিদেশেও বহুরূপীর সমস্ত শো হাউজফুল। যা বাংলা ছবির সাপেক্ষে যে বেশ গর্বের তা বলাই বাহুল্য। 


রিল লাইফে ‘বহুরূপী’, রিয়েল লাইফে বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে একই সময়ে প্রাপ্তি ভারতীয়দের। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে মুক্তি পেয়েছে শিবু-নন্দিতার ‘বহুরূপী’। পার্থের মাঠে শাপমুক্তি হয়েছে বিরাট ব্যাটের। অন্যদিকে ধুঁকতে থাকা বাংলা ইন্ডাস্ট্রিকে বিরাটের মতোই অক্সিজেন জোগাচ্ছে ‘বহুরূপী’। অস্ট্রেলিয়ার নানা হলেও রমরমিয়ে চলল বহুরূপী, সব কটা শো-ই ছিল হাউজফুল। 

 


বহুরূপী রিলিজের পরেও দুটি হাইভোল্টেজ হিন্দি ছবি মুক্তি পেয়েছে দীপাবলিতে।  ভুলভুলাইয়া থ্রি ও সিংঘম এগেইন । মুক্তির আগেই কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতের সিনেমা । ভয় ছিল এই দুই হিন্দি ছবির কারণে ‘বহুরূপী’র ব্যবসা থমকে যেতে পারে। কিন্তু এই ছবি রিলিজের দেড় মাস পরেও প্রায় ৯৭টি হলে শো ধরে রাখতে সক্ষম হয়েছে। শেষ কোন বাংলা ছবি, এভাবে বাংলাছবির দর্শকদের হলমুখী করতে পেরেছে তা মনে করতে একটু বেগ পেতেই হবে। এই প্রসঙ্গে খোদ শিবপ্রসাদ বলেছেন, “সপ্তম সপ্তাহেও হল সংখ্যা ৯৭। ‘বহুরূপী’ এই সপ্তাহেই ৫০ দিন পূর্ণ করতে চলেছে। আমাদের কেরিয়ারে এত সংখ্যক হল নিয়ে এর আগে কোনও সিনেমা পঞ্চাশ দিন ধরে ব্যাটিং করতে পারেনি।”

 


শুধু তাই নয়, এখন থেকেই বহুরূপী-২ কবে আসবে সেই প্রশ্নও ঘুরতে শুরু করেছে সিনেপ্রেমীদের মনে।  ছবির গল্পের শেষে সিক্যুয়েলের ইঙ্গিত রেখেছেন পরিচালকদ্বয়। সেই থেকেই প্রশ্ন উঠছে কবে আসবে ‘বহুরূপী ২?’ ছবির শেষে দেখানো হয়েছিল ঝিমলি অন্তঃসত্ত্বা। বিক্রম এবং তাঁর ছেলে বড়ও হয়ে গিয়েছে। জেল থেকে বেরোন বড়বাবু।  তাঁর বই কিনতে দেখা যায় ঝিমলি-বিক্রমকে।  এর রেশ ধরেই দর্শকদের ‘বহুরূপী’র সিক্যুয়েল আনার আবদারের কথা জানিয়ে আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee) ট্যাগ করেন শিবপ্রসাদ। ক্যাপশনে লেখা- ‘বড়বাবু, সবাই কি বলছে দ্যাখেন। পার্ট টু পার্ট টু করছে…।’ 


উল্লেখ্য, দেড় মাস বাদেও তরতর করে এগিয়ে যাচ্ছে বহুরূপী-র রথ ।  প্রতিদিন লাফিয়ে বাড়ছে ছবির আয় । লোকের মুখে মুখে এখন সিনেমার গান থেকে ডায়লগ । বহুরূপীতে অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন শিবপ্রসাদ । সিনেমার মুকুটে নতুন পালকও জুড়েছে । পড়শি দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে বিশেষ সম্মান পেয়েছে সিনেমা । অভিনন্দন স্মারক দেওয়া হয়েছে । বাংলা ছবির জগতে বড় সাফল্যের জন্য বহুরূপীকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে । 

Bohurupi

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ