লড়াই শেষ, মাতৃহারা হলেন গায়িকা মোনালি ঠাকুর (Monali Thakur)। শুক্রবার মায়ের মৃত্যু সংবাদ শোনালেন মোনালির দিদি মেহুলি ঠাকুর (Mehuli Thakur)। দুপুর ২টো ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিনতি ঠাকুর। তিনি প্রয়াত গায়ক তথা অভিনেতা শক্তিঠাকুরের স্ত্রী। করোনা কালে পিতৃহারা হয়েছিলেন মেহুলি এবং মোনালি। তিন বছরের মাথায় মা’কেও হারালেন তাঁরা।
Pariah 2: বিক্রমের জন্মদিনের দিনেই সুখবর, কালভৈরবী রূপে পথকুকুরদের রক্ষাকর্তা হিসেবে আসছে 'পারিয়া ২'
দীর্ঘ ২২ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেছেন মিনতি। তবুও শেষ রক্ষা হল না। শুক্রবার, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। বেশ কয়েকদিন যাবত কিডনির সমস্যায় ভুগছিলেন গায়িকার মা। বৃহস্পতিবারই মা-কে নিয়ে একটা সংশয় প্রকাশ করেছিলেন মোনালি। ছোটবেলার ছবি শেয়ার করে মোনালি লিখেছিলেন মায়ের ‘লাইফ সাপোর্ট’ খুলে নেওয়া হয়েছে। পোস্টের চব্বিশ ঘণ্টা পেরোবার আগেই মা হারা হলেন গায়িকা।