মাত্র ২৬ বছর বয়সে প্রয়াত পর্ন তারকা সোফিয়া লিওন । প্রায় এক সপ্তাহ আগে সোফিয়ার অ্যাপার্টমেন্ট থেকে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় । সম্প্রতি, সোফিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর সৎ বাবা মাইক রোমেরো । এই নিয়ে গত তিন মাসে চতুর্থ পর্ন তারকার মৃত্যুর খবর সামনে এল ।
জানা গিয়েছে, ১ মার্চ সোফিয়া লিওনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় । পরে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । এর আগে ফোনে সোফিয়ার সঙ্গে তাঁর পরিবার বারবার যোগাযোগের চেষ্টা করলেও, অ্যাডাল্ট ফিল্ম তারকার তরফ থেকে কোনও সাড়া মেলেনি । প্রায় একসপ্তাহ পর সোফিয়ার মৃত্যুর খবর সামনে আনল তাঁর পরিবার । কী কারণে মৃত্যু, তা এখনও জানা যায়নি । ঘটনার তদন্ত চলছে ।
গো ফাউন্ড মি-তে একটি পোস্ট করেন সোফিয়ার সৎ বাবা মাইক রোমেরো । সেখানেই মেয়ের মৃত্যুর খবরটি জানান । তিনি লেখেন, 'তার মা ও পরিবারের পক্ষ থেকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাকে আমাদের প্রিয় সোফিয়ার মৃত্যুর সংবাদটি জানাতে হচ্ছে । সোফিয়ার আকস্মিক মৃত্যুতে আমরা বিধ্বস্ত ।'
রোমেরো আরও লেখেন, 'সোফিয়া ছিল প্রিয় কন্যা, বোন, নাতনি, এবং বন্ধু। সব প্রাণীর প্রতিই তাঁর গভীর ভালোবাসা ছিল । বিশেষ করে তিন পোষ্যর প্রতি। সোফিয়া ঘুরতে ভালবাসত । সবাইকে হাসিখুশি রাখার চেষ্টা করত । সোফিয়াকে আমরা খুব মিস করব ।'
আঠারো বছর বয়স থেকেই পর্নদুনিয়ায় পা রাখেন সোফিয়া লিওন । প্রথম থেকেই নজর কাড়েন তিনি । বেশ কয়েকটা পুরস্কারও পান তিনি । তবে সোফিয়া মৃত্যু স্বাভাবিক নাকি খুন, সেই নিয়ে প্রশ্ন উঠছে ।
গত তিন মাসে এই নিয়ে চার পর্ন তারকার মৃত্যু হয়েছে । এর আগে ৩৬ বছর বয়সে আত্মহত্যা করেন অ্যাডাল্ট ফিল্ম তারকা কাগনি লিন কার্টার । এর আগে, জানুয়ারিতে, জেসি জেনকে ওকলাহোমায় তাঁর প্রেমিক ব্রেট হাসেনমুলারের সঙ্গে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ।