এই মুহূর্তে টিনসেল টাউনের হট টপিক রকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানির বিয়ে। কিন্তু সেই বিয়ের স্পটলাইট কাড়লেন আরও এক জুটি আদিত্য রায় কাপুর এবং অনন্যা পান্ডে। ‘কফি উইথ করণে’ তাঁদের সম্পর্ক নিয়ে সামান্য আভাস পাওয়া গিয়েছিল।
আদিত্য রায় কাপুর এবং অনন্যা মুম্বাই বিমানবন্দরে গোয়ার বিমান ধরার সময় ফ্রেমবন্দি হন। আর তারপর থেকেই, কার্যত নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন।
আদিত্যর পরনে সাদা টি-শার্ট এবং বাদামী চিনোস, আর অনন্যা সেজেছিলেন বেইজ শর্টস এবং একটি সাদা টপে। জুটি শুধু একসঙ্গে আসেননি, একই গাড়িতে একসঙ্গে রওনা হয়েছেন তাঁরা। সম্পর্ক নিয়ে রাখ-ঢাক আর বিশেষ রাখছেন না জুটিতে।
Editorji Exclusive: ভারতে মিস ওয়র্ল্ডের আসর, আন্তর্জাতিক মঞ্চে বাংলাতেই কথা বলবেন বরিশালের শাম্মি ইসলাম
এর আগেও, মুম্বাইয়ে একসঙ্গে একটি প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন তারা। এর আগে লোল্লাপালুজা মিউজিক ফেস্টিভ্যালেও দেখা গিয়েছিল দুজনকে। স্পেনে তাঁদের নববর্ষ উদযাপনের ছবিও ভাইরাল হয়েছিল।