মুক্তির আগেই লক্ষ্মীলাভ আদিপুরুষের। জানাগিয়েছে, ছবির বাজেটের ৮৫ শতাংশ টাকা ইতিমধ্যে তুলতে সক্ষম হয়েছে নির্মাতারা। এবং বাকি টাকা খুব শীঘ্রই নিজেদের ঘরে ঢুকে যাবে বলেও আশাবাদী।
মুক্তির আগেই কীভাবে ছবি নির্মাণের ৮৫ শতাংশ টাকা তুলতে সক্ষম হয়েছেন নির্মাতারা? ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ৫০০ কোটি টাকা। হিসেব অনুযায়ী, ইতিমধ্যে ৪৩২ কোটি টাকা উঠে এসেছে। তার মধ্যে রয়েছে স্যাটেলাইট, ডিজিট্যাল এবং সঙ্গীত স্বত্ব। বাকি টাকা মুক্তির শুরুতেই উঠে আসবে। নির্মাতাদের বক্তব্য, এর ফলে লোকসানের মুখে পড়ার সম্ভাবনাই রইল না।
রামায়ণ অনুসরণে আদিপুরুষ ছবিটি তৈরি করেছেন পরিচালক ওম রাউত। মুক্তির আগেই চরিত্রদের সাজপোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। রামের ভূমিকায় দক্ষিণের তারকা প্রভাস। সীতা কৃতি স্যানন। চলতি মাসের ১৬ তারিখ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।