‘দ্য কেরালা স্টোরি' এবং 'বস্তার'-এ অভিনয়ের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী আদাহ শর্মা। গত বছর আদাহ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সমুদ্র-মুখী বান্দ্রার বাড়িটি কিনেছিলেন বলে গুজব ছিল। সেই বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল অভিনেতার ঝুলন্ত দেহ।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে একটি সাক্ষাৎকারে আদাহকে তাঁর বাসভবন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। জিজ্ঞেস করা হয়েছিল সুশান্তের বাড়িটি আদৌও তিনি কিনেছিলেন কি না।
UK Pm Rishi Sunak : ইংল্যান্ড ক্রিকেট টিমে ঋষি সুনক! রইল ভাইরাল ভিডিয়ো
এর উত্তরে আদাহ জানান, “আপাতত আমি বলতে চাই যে আমি সকলের হৃদয়ে বাস করি তাও বিনা ভাড়ায়”, এই সম্পর্কে অভিনেত্রী আরও জানান, তিনি ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। তাঁর সিনেমার জন্যই জনসাধারণের আগ্রহের কারণ হতে চান বলে জানান আদাহ।