টেলি দুনিয়া থেকে ওটিটি সর্বত্রই এখন তাঁর অবাঁধ বিচরণ। অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তরুণ প্রজন্মের অনেকেরই ফ্যাশন আইকন তিনি। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারও প্রচুর। রাখঢাক না করে নিজের ব্রণ ভর্তি মুখের ভিডিও পোস্ট করলেন স্বস্তিকা।
পর্দায় সবাই অভিনেতা অভিনেত্রীদের নিখুঁত দেখতে চান, কিন্তু বাস্তবে রোজ একই রকম নিখুঁত থাকা সম্ভব? না। তাই কোনওদিন ত্বক দারুণ মসৃণ থাকে, কোনওদিন আবার ব্রণয় ভরে যায়। সবটার সঙ্গেই মানিয়ে নিতে হয়। সেই বার্তাই দিলেন খেলনাবাড়ির শাশুড়ি মা।