এক সময় প্রেমে বিচ্ছেদ এসেছিল। সেই দূরত্ব কি কমছে সুস্মিতা সেন আর তাঁর প্রাক্তন প্রেমিকের? অভিনেত্রীর ইন্সটাগ্রামে সেরকমই আভাস। রোহমানের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ইন্সটা স্টোরিতে শেয়ার করেছেন প্রাক্তন মিস ইউনিভার্স।
২০১৮ সাল থেকেই প্রেমের সম্পর্কে ছিলেন দু'জন। ২০২২-এ এসে বিচ্ছেদ ঘোষণা করেন, তবে রোহমানের সঙ্গে বন্ধুত্ব অটুট ছিল বরাবর। এখন সেই বন্ধুত্ব ফের প্রেমে বদলাল কিনা, তা নিয়ে সরাসরি কিছু বলেননি সুস্মিতা।
Raghav-Parineeti Engagement: সেজে উঠছে পরিনীতির বাড়ি, দিদি প্রিয়াঙ্কা কি আসছেন মার্কিন মুলুক থেকে?
মাস কয়েক আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী, এখন অবশ্য সম্পূর্ণ সুস্থই রয়েছেন।