অসুস্থ সাবিত্রী চট্টোপাধ্যায় । বয়সজনিত নানা সমস্যায় ভুগছেন । অসুস্থতার জেরে প্রায় একমাস গৃহবন্দী হয়ে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী । টিভি নাইন বাংলাকে এমনটাই জানিয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায় । কী হয়েছে তাঁর ?
টিভি নাইন বাংলাকে সাবিত্রী চট্টোপাধ্যায় জানিয়েছেন, খুবই অসুস্থ তিনি । কোথাও বেরোতে পারছেন না । শ্বাসকষ্ট হচ্ছে । নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে । তাঁর শরীর আর দিচ্ছে না । দুর্বল হয়ে পড়ছেন ক্রমশ ।
দিন কয়েক আগে অসুস্থ হয়ে পড়েছিলেন নায়িকা মাধবী মুখোপাধ্যায় । জানা গিয়েছিল, মৃণাল সেনের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন । খোলা মাঠে অনুষ্ঠান চলছিল । হুহু করে ঠান্ডা হওয়া বইছিল। ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি । জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি ।