মাঝে দীর্ঘ বিরতি নিয়ে আবার টিভি-তে ফিরেছেন রূপা গঙ্গোপাধ্যায়। ফের তাঁর অভিনয় সাড়া ফেলছে দর্শকদের মধ্যে। দ্রৌপদী খ্যাত অভিনেত্রীর দাম্পত্যজীবন সুখের হয়নি কখনওই। অভিনয়ই নাকি বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিবার।
অভিনেত্রী নিজে জানিয়েছেন, সংসার টিকিয়ে রাখতে চার চারবার অভিনয় থেকে সরে এসেও লাভ হয়নি। সকাল ৯ টার আগে, রাত ১০ টার পর কল টাইম রাখেননি, শুটিং শেষে মেকআপ না তুলেই বাড়ি ফিরেছেন, কিন্তু লাভ হয়নি।
অবসাদ গ্রাস করেছিল অভিনেত্রীকে একসময়। সন্তানের জন্মের আগে একবার, পরে দুবার আত্মহত্যা করতে চেয়েছিলেন অভিনেত্রী। তাঁর মত, স্ত্রী সেলিব্রিটি, এই সত্যিটা মেনে নেওয়ার জন্য স্বামীকে অনেকটা উদার হতে হয়।