'মা কালী' সিনেমাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে অভিনেত্রী রাইমা সেন । সিনেমার পোস্টার প্রকাশ্যে আসতেই যেমন একদিকে প্রশংসা কুড়িয়েছে, আরেকদিকে বিতর্কের ঝড় তুলেছে । সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হচ্ছেন রাইমা । এতদূর পর্যন্ত সব ঠিক ছিল । বিষয়টাকে সেভাবে পাত্তা দিতে চাননি মুনমুন কন্যা । কিন্তু, এবার অভিনেত্রীর কাছে আসছে লাগাতার হুমকি ফোন । ঘটনায় বেশ বিরক্ত ও চিন্তিত রাইমা । মেয়েকে নিয়ে চিন্তায় রয়েছেন মুনমুনও ।
আনন্দবাজার অনলাইনকে রাইমা জানিয়েছেন, তাঁর কেরিয়ারে এই প্রথম এমন কোনও ঘটনা ঘটল । তাই এরকম যে হতে পারে তাঁর ধারণাই ছিল না । রাইমার দাবি, মুম্বইয়ে তাঁর বাড়ির ল্যান্ড লাইনে হিন্দি ও বাংলা ভাষায় লাগাতার হুমকি দেওয়া হচ্ছে । বাজে ভাষা প্রয়োগ করা হচ্ছে । তাঁকে ফোনে বলা হচ্ছে,'সুচিত্রা সেনের নাতনি হয়ে কী ভাবে রাজি হলেন?' সরাসরি হুমকি দেওয়া হচ্ছে, 'আপনাকে কলকাতাতেই তো থাকতে হবে'।
বিষয়টা একেবারেই মেনে নিতে পারছেন না রাইমা । অভিনেত্রী জানিয়েছে, কোনও বিতর্কের মধ্যে তিনি থাকেন না , থাকতেও চান না । কিন্তু, তারপরেও এমন ঘটনায় তিনি অবাক । রাইমা চিন্তিত মা-বাবাকে নিয়ে । রাইমা আনন্দবাজারকে বলেছেন, 'আমি বাইরে। মা-বাবা বাড়িতে একা থাকেন। স্বাভাবিক ভাবেই ওঁরা একটু চিন্তিত।' তবে, তাঁরা বিষয়টা ইগনোর করারই পরামর্শ দিয়েছেন রাইমাকে ।
রাইমা মনে করেন, ছবি না দেখেই আগের থেকে কোনও মন্তব্য করা উচিৎ নয় । তাই সবাইকে আগে ছবি দেখে, তারপরই মন্তব্য করার জন্য অনুরোধ করেছেন তিনি । উল্লেখ্য, পরিচালক বিজয় এলাকান্তির মা কালী ছবিতে দেখানো হবে দেশভাগের যন্ত্রণা এবং নারীদের অবস্থা । তবে , এক্ষেত্রে ‘মা কালী’ যে রূপক অর্থে ব্যবহৃত তা যদিও স্পষ্ট করেছেন নির্মাতারা ।