যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েলে আটকা পড়ে গিয়েছিলেন, দিন দুয়েক আগে দেশে ফিরেছেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। তারপর দিন দুয়েক কিচ্ছু বলেননি, এবার মুখ খুললেন অভিনেত্রী।
আতঙ্কের সেই ৩৬ ঘণ্টা এখনও পিছু ছাড়ছে না অভিনেত্রীর। শনিবার সকালে নুসরতের ঘুম ভেঙেছিল বোমার আওয়াজে। ৩ অক্টোবর হাইফা চলচ্চিত্র উৎসবে নিজের ছবি ‘অকেলি’-এর জন্য গিয়েছিলেন নুসরত। পৌঁছানোর পর প্রায় দু’দিন ইজ়রায়েলের নানা ঐতিহাসিক জায়গা ঘুরে দেখেন তিনি। কিন্তু সব আনন্দ ধুয়ে মুছে গিয়েছিল শনিবার সকালে। ঘন ঘন বোম ও সাইরেনের আওয়াজে অনেক পরে বুঝতে পারেন, যুদ্ধ লেগেছে। হোটেলের বেসমেন্টে বসে থাকতে হয়েছিল ঘণ্টার পর ঘণ্টা, শুধু একটু নিরাপদ আশ্রয়ের জন্য।
Israel-Palestine Conflict : 'যুদ্ধ শুরু হয়েছে, তবে আমরাই শেষ করব', হুংকার ইজরায়েল প্রধানমন্ত্রীর
এক দিনের মধ্যে তাঁকে নির্বিঘ্নে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের তৎপরতার প্রশংসা করেছেন, সঙ্গে প্রার্থনা করেছেন, খুব শিগগির যুদ্ধ শেষ হয়ে শান্তি ফিরুক।