মা হলেন অভিনেত্রী কাজল আগরওয়াল (Kajal Aggarwal) । মঙ্গলবার পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী । মা ও সদ্যোজাত দুজনেই ভাল আছেন বলে জানা গিয়েছে । (Kajal Aggarwal blessed with Baby boy)
কাজল ও গৌতম কিচলুর পরিবারে নতুন সদস্যের আগমনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছার বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায় । বলিউড তারকা থেকে তাঁদের অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন । যদিও, কাজল বা গৌতম কিচলুর তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি ।
চলতি বছর জানুয়ারি মাসে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন কাজল । এই সময়টা প্রায়ই তাঁর বেবি বাম্পের ছবি পোস্ট করতেন । ছোট ছোট মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন । যেমন কয়েকদিন আগেই স্বামী গৌতম কিচলুর উদ্দেশে একটি আবেগঘন পোস্ট করেছিলেন কাজল । গৌতমের সঙ্গে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করে কাজল জানিয়েছিলেন, তাঁর স্বামী তাঁর কাছে কতটা স্পেশাল । সেইসঙ্গে উল্লেখ করেছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় গৌতম সবসময় তাঁর খেয়াল রেখেছেন, যত্ন নিয়েছেন । এর জন্য কাজল ধন্যবাদ জানিয়েছেন । প্রসঙ্গত, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজল এবং গৌতম ।
কাজলকে শীঘ্রই চিরঞ্জীবী এবং রামচরণ অভিনীত 'আচার্য'-এ দেখা যাবে । বড়পর্দায় ২৯ এপ্রিল মুক্তি পাবে এই সিনেমা ।