ফের টেলি দুনিয়ায় সুখবর। মা হলেন অভিনেত্রী জাগৃতি গোস্বামী৷ 'ভানুমতির খেল' খ্যাত জাগৃতি সম্প্রতি নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন। এরপর একেবারে সোজা হাসপাতাল থেকেই স্বামী এবং একরত্তির ছবি শেয়ার করে তিনি লিখলেন 'আমার জীবনের সেরা উপহার' । মাতৃত্বের স্বাদ পেয়ে নিজেকে ধন্য মনে করেছেন অভিনেত্রী। যদিও সন্তানের মুখ সামনে আনেননি তিনি।
জাগৃতি টেলিভিশনে 'ভানুমতি' ছাড়াও প্রথমা কাদম্বিনী', 'আমার দূর্গা','সর্বজয়া', 'রানি রাসমনি' এর মতো ধারাবাহিকে কাজ করেছিলেন৷ মাঝে যদিও বেশ কিছুদিন পর্দা থেকে বিরতি নিয়েছিলেন৷ আজ সুখবর পেতেই ধারাবাহিক থেকে তার 'গায়েব' থাকার কারণটা স্পষ্ট হল দর্শকদের কাছে৷