ফুটবলার প্রবীর দাসের সঙ্গে ও অভিনেত্রী গীতশ্রী রায়ের প্রেম নিয়ে জল্পনা চলছে বহুদিন ধরে । প্রেমের কথা সরাসরি স্বীকার না করলেও, তাঁদের সম্পর্কটা যে বন্ধুত্বের থেকে বেশি, তা নিজেই স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী । সম্প্রতি, প্রকাশ্যে এল তাঁদের স্পেশ্যাল মুহূর্তের ছবি । যেখানে আলো-আঁধারি পরিবেশে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন দু'জনে । একেবারে রোম্যান্টিক ক্যান্ডেলাইট ডিনার । ছবি প্রকাশ্যে আসতে, একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে টলি অন্দরে । তাহলে কি প্রেমের জল্পনা সত্য়ি ?
নিজেদের ছবি প্রবীরই সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করেন । ছবিতে দেখা যাচ্ছে, আলো-আঁধারি পরিবেশ । টেবিলের মাঝে মোমবাতি জ্বলছে । ফুলের পাঁপড়ি ছড়ানো । মুগ্ধ দৃষ্টিতে দু'জন দু'জনের দিকে তাকিয়ে রয়েছেন । ক্যাপশনে লেখা, "এই একসঙ্গে থাকার মুহূর্তগুলি আমার কাছে প্রিয় ।" এসব দেখে এবার অনেকেই নিশ্চিত, প্রেমে রয়েছেন তাঁরা । কমেন্ট বক্স শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে ।
উল্লেখ্য, ছয় বছর আগে'বেঙ্গালুরু এফসি'-র হয়ে খেলা প্রবীর দাসের বিরুদ্ধে বধৃ নির্যাতনের অভিযোগ উঠেছিল । তাঁর প্রাক্তন স্ত্রী তনুশ্রী অভিযোগ করেছিলেন, একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন প্রবীর । তার উপর শারীরিক ও মানসিক নির্যাতনও করা হয় । যদিও, এখন তনুশ্রী অতীত, সেসব ঘটনাও অতীত । এই মুহূর্তে প্রায়ই একসঙ্গে কাটাতে দেখা যাচ্ছে গীতশ্রী ও প্রবীরকে । এই মুহূর্তে স্টার জলসার ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ-এ দেখা যাচ্ছে গীতশ্রীকে ।