ফের হেনস্থার শিকার টলিউড অভিনেত্রী । তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে ও গৌরব পত্নী দেবলীনা কুমার (Deblina Kumar) ফিটনেস ফ্রিক । প্রায়ই প্রতিদিন সকালে সাইকেল চালান শহরের রাস্তায় । সম্প্রতি, সাইকেল চালিয়ে সকালবেলা বালিগঞ্জের (Ballygunge) একটি ক্যাফেতে যান অভিনেত্রী । সেখানেই হেনস্থার শিকার হতে হয় তাঁকে । শুধুমাত্র সাইকেল নিয়ে যাওয়াতেই নাকি তাঁকে ঢুকতেই দেওয়া হল না ক্যাফেতে । এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন দেবলীনা (Deblina Kumar harrased) ।
রবিবার সকাল সকাল কলকাতার এক নামী ক্যাফের বিরুদ্ধে ফেসবুকে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন দেবলীনা । অভিনেত্রী ফেসবুকে লেখেন,তিনি সাইকেল নিয়ে সকাল সকল ওই ক্যাফেতে গিয়েছিলেন । কিন্তু তাঁরা ঢুকতে বাধা দেন । নিরাপত্তারক্ষী তাঁর সাইকেলের দেখাশোনা করতে অস্বীকার করেন । এমনকী, ওই ক্যাফের নিজস্ব পার্কিং এলাকায় প্রচুর ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও তাঁর সাইকেল রাখতে পর্যন্ত দেওয়া হয়নি । উল্টে উল্টে এত সকাল সকাল (সাড়ে ৮টা) কাজ করতে হবে না ভেবে তাঁরা খুশি হচ্ছিল । দেবলীনার কথায়,"ওই নিরাপত্তারক্ষী আমারদিকে তাকিয়ে হাসছিল এবং ব্যঙ্গ করছিল । ওরা যে একজন গ্রাহক হারাচ্ছে,সেই নিয়ে ওদের কোনও মাথাব্যাথা নেই ।" দেবলীনা আরও লেখেন, পরিবেশের স্বার্থে, ফিটনেসের স্বার্থে সাইক্লিং জনপ্রিয় করার চেষ্টা চলছে । কিন্তু, সেখানে এধরনের ব্যবহার খুবই দুর্ভাগ্যজনক ।
নিজের পরিচয়, বাবার পরিচয় দিলেই হয়তো দেবলীনাকে সংশ্লিষ্ট ক্যাফেতে ঢুকতে বাধা দেওয়া হতো না । কিন্তু, দেবলীনা লেখেন, তিনি সবসময় তাঁর বাবার পরিচয় দেন না । দেবলীনার কথায়, 'এরপর যারা বলবে তোমাকেও ঢুকতে দিল না, জানে না তুমি কে? তাদের বলি- আমি সবসময় আমার বাবার পরিচয় দিই না। ধন্যবাদ ।’