অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী তথা অভিনেতা কৌশিক সেনের মা চিত্রা সেন। সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যহীনতায় অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান ঋদ্ধি এবং রেশমি সেন। সেই সময় কাজে ব্যস্ত থাকায় হাসপাতালে যেতে পারেননি চিত্রা সেনের ছেলে কৌশিক সেন।
মায়ের শারীরিক অবস্থা নিয়ে কৌশিক সেন জানান, গরমে সোডিয়াম পটাশিয়াম কমে যাওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চিত্র দেবী। এতে আশঙ্কার কিছু নেই বলেও জানান।
Ankush Hazra-Vikram Chatterjee: শহর ছেড়েছেন বিক্রম! 'চুপচাপ ফিরে আসার' নির্দেশ অঙ্কুশের! হচ্ছেটা কী?
এই মুহূর্তে টাকিতে শ্যুটিং-এ ব্যবস্থা অভিনেত্রী রেশমি সেন। শাশুড়িকে হাসপাতালে ভর্তি করে সন্ধ্যে ৭টা নাগাদ তিনি শ্যুটিং এ চলে যাওয়ার পর, ঋদ্ধি এবং কৌশিক হাসপাতালে থাকেন চিত্র দেবীর কাছে। চিকিৎসকদের দাবি, অভিনেত্রীর ইসিজি, ইকোর রিপোর্ট সবই ঠিক আছে। বার্ধয়কজনিত কিছু সমস্যা রয়েছে অশীতিপর অভিনেত্রীর।