এক অর্থে তিনি ছিলেন টলিপাড়ার ফার্স্ট লেডি। কিন্তু বাংলা ছবির 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী, এটাই তাঁর একমাত্র পরিচিতি হোক, চাননি অর্পিতা চট্টোপাধ্যায়। বলা ভাল, টলিপাড়ায় যাতায়াত ক্রমশ কমিয়ে মুম্বইতেই পাকাপাকি ভাবে শিফট করেছেন। এবার সোশ্যাল মিডিয়ায় একই ফ্রেমে দেখা গেল পুষ্পা খ্যাত অল্লু অর্জুন এবং অর্পিতাকে। ব্যাপারটা কী?
না, অল্লু অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন না অর্পিতা। বরং ক্যামেরার দু পারে দু'জন। আরেকটু খোলসা করা যাক! নতুন কোনও ছবিতে অল্লুর ছবির পরিচালনাও করছেন না। বরং একটি বিশেষ শো-এর অতিথি হিসেবে আছেন অল্লু। শোয়ের নাম ডুয়োলগ উইথ বরুণ দাস। সেই শো পরিচালনার গুরু দায়িত্ব সামলেছেন অর্পিতা।