প্রজাতন্ত্র দিবসের আগের দিন ঘোষণা করা হয় পদ্ম-পুরস্কার প্রাপকদের নাম। দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতি পেলেন বাঙালি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। পদ্মভূষণে ভূষিত হলেন অভিনেতা।
গত শতকের সাতের দশকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ভিক্টর। কাজ করেছেন দেশের এবং বিদেশের বহু ছবিতে। সত্যজিৎ রায়ের (Satyajit Ray) হাত ধরে বড়পর্দায় যাত্রা শুরু করলেও ফিল্মি কেরিয়ারে রোমান পোল্যান্সকি, জেমস আইভরি, ডেভিড লিন, জেরি লন্ডন, রোনাল্ড নেমির মতো একাধিক আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন পরিচালকের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি আবার, মৃণাল সেন, শ্যাম বেনেগালের ছবিতেও অভিনয় করেছেন।
তবে ভিক্টর সবচেয়ে বেশি খ্যাতি পান ডেভিড লিন পরিচালিত ‘A Passage to India’ ছবিতে অভিনয় করে। সত্যজিতের ঘরে বাইরে সিনেমার জন্য সেরা সহ অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
.